Home Miscellaneous কলকাতা শহরে ২ হাজার বিশেষ ডাস্টবিন পুরসভার

কলকাতা শহরে ২ হাজার বিশেষ ডাস্টবিন পুরসভার

23
0
Kolkata Municipality-7
Kolkata Municipality-7

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : গ্লাভস ও মাস্ক ফেলতে আলাদা ডাস্টবিন বসাতে চলেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, রাস্তায় যত্রতত্র ব্যবহৃত মাস্ক পড়ে থাকায় বিভিন্ন মহলে আতঙ্ক বেড়েছে। এক্ষেত্রে একজনের ব্যবহার করা মাস্ক অন্যজনের সংস্পর্শে আসা মানেই বিপদের ঝুঁকি বাড়ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, যত্রতত্র মাস্ক ফেলা রুখতে আইন আনা হবে।

তিনি পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, সংক্রমণের হাত থেকে কলকাতাকে রক্ষা করতে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। তারই অঙ্গ হিসেবে শহরে ২ হাজার বিশেষ ডাস্টবিন বসানো হবে। সেখানে বাধ্যতামূলকভাবে ফেলতে হবে সার্জিক্যাল ক্যাপ, গ্লাভস ও মাস্ক। উল্লেখ্য, মেডিক্যাল বর্জ্য এবং হোম কোয়ারেন্টাইনে যাঁরা রয়েছেন, তাঁদের ব্যবহার করা সামগ্রী থেকে ঝুঁকি না বাড়াতে এই ডাস্টবিন বসানো হবে। এই বর্জ্য সরানোর জন্য আলাদা গাড়ি কিনতে চলেছে পুরসভা। খুব শীঘ্রই সেগুলি চলে আসবে বলেও পুরসভা সূত্রে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here