Home Miscellaneous ভারত দর্শনে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের “ভার্চুয়াল ট্যুরিজম”

ভারত দর্শনে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের “ভার্চুয়াল ট্যুরিজম”

31
0
dekho aapna desh
dekho aapna desh

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন পরিস্থিতিতে গৃহবন্দি মানুষ। ভ্রমণপিপাসুরা চার দেওয়ালের মধ্যে বাধ্য হয়ে নিজেদের বন্দি রেখেছেন। অপেক্ষায় রয়েছেন কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে গাঁটের কড়ি খরচা করে বেড়াতে যাওয়ার মতো মনোবল ও সাধ্য থাকবে কিনা, তা নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন। বাঙালির পায়ের তলায় সর্ষে এ কথাটাও ঠিক। অচেনা ও অজানাকে জানার কৌতুহল অনেক বাঙালির মজ্জায় মেশানো।

এবার সেই অচেনা-অজানাকে জানার পথ খুঁজে দিচ্ছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। আপাতত ঘরে বসেই ভারত-দর্শনের সুযোগ তৈরি করে দিচ্ছে মন্ত্রক। অনলাইনে ভার্চুয়াল ট্যুরিজমের আয়োজন করেছে “ইনক্রেডেবল ইন্ডিয়া”। এক্ষেত্রে লগ-ওন করলেই মোবাইল বা ল্যাপটপে ঘুরে নেওয়া যাবে এদেশের বিভিন্ন প্রান্তে। কোনও খরচ নেই। আঙুলের স্পর্শেই চলে যাবেন বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকায়। সেরে নিতে পারবেন আশ্চর্য ভ্রমণও। পর্যটন মন্ত্রক সূত্রে খবর, কলকাতা থেকে বঙ্গের হিমালয়ও দেখে নিতে পারবেন একঝলকে।

ভারতীয়রা ছাড়াও এদেশকে চিনতে ভার্চুয়াল ভ্রমণে রয়েছেন বিদেশিরাও। দেশীয় পর্যটনের নতুন ওয়েবসিরিজে ৮ থেকে ৮০-র ভিড়। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিজিওনাল ডিরেক্টর (ইস্ট) সাগ্নিক চৌধুরি জানিয়েছেন, দেশীয় পর্যটনকে তুলে ধরতে আমাদের একটি প্রকল্প রয়েছে। যার নাম “দেখো আপনা দেশ”। এরজন্য https://pledge.mygov.in/my-country/ ওয়েবসাইটে গিয়ে প্রথমে “Take Pledge” অপশনে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করে সাবমিট করলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটির সাহায্যে আপনি আপনার মোবাইল বা ইমেল আইডিতে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। লকডাউনে মানুষ গৃহবন্দি। তাই তাঁদের জন্য আমরা নিয়ে এসেছি ভার্চুয়াল ট্যুরিজম। শুরু হচ্ছে দিল্লি দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here