কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ইন্টারভিউয়ে কর্মসংস্থানের হার সন্তোষজনক। জানা গিয়েছে, ৮৩ শতাংশ পড়ুয়া ইতিমধ্যেই চাকরি পেয়েছেন। যাদবপুরের প্লেসমেন্ট বিভাগে দ্বায়িত্বপ্রাপ্ত আধিকারিক শমিতা ভট্টাচার্য জানিয়েছেন, ৫০ লক্ষ টাকা ও তার বেশি বার্ষিক প্যাকেজ পেয়েছেন কম্পিউটার সায়েন্স এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪ পড়ুয়া। কম্পিউটার সায়েন্সের এক পড়ুয়া সর্বাধিক ৫৮ লক্ষ টাকার চাকরি পেয়েছেন একটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থায়।
সূত্রের খবর, আবার ৩০-৫০ লক্ষের বার্ষিক প্যাকেজ পাওয়া পড়ুয়াদের মধ্যে রয়েছেন ১৮ জন। লকডাউন পরিস্থিতির মধ্যেও অনলাইনে পড়ুয়ারা ইন্টারভিউ দিচ্ছেন। যেসব সংস্থা আগেই চাকরির প্রস্তাব দিয়েছে, এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত কেউ বদল করেনি, এমনটাও জানিয়েছেন যাদবপুরের প্লেসমেন্ট বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত আধিকারিক। এ প্রসঙ্গে তিনি আরও জানান, কলা ও বিজ্ঞান বিভাগে যাঁরা ইন্টারভিউ দিয়েছেন, তাঁদের মধ্যে চাকরি পাওয়ার হার খুবই ভাল। আবার কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগে প্লেসমেন্ট ভালই হয়। এইসব বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগেও প্লেসমেন্ট ভাল। ইলেক্ট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি পাওয়ার হার সন্তোষজনক।