কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষায় ভার্চুয়াল ক্লাস শুরুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইটিআই, পলিটেকনিক এবং মাদ্রাসাতেও একইভাবে টেলিভশন চ্যানেলে ক্লাস শুরু হোক। এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনে স্কুল-কলেজ হিন্দি মাধ্যমে পড়াশুনো ও মাদ্রাসার ক্লাসের জন্য হিন্দি ও উর্দু অ্যাকাডেমির বিশেষজ্ঞদের সাহায্য নিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহাকে।
উল্লেখ করা যায়, একাদশ শ্রেণির ৩ দিনের পরীক্ষা লকডাউনজনিত কারণে স্থগিত হয়ে গেলেও সব পড়ুয়াকেই দ্বাদশে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রুখতে ১১ লক্ষের বেশি ছাত্র-ছাত্রীর বার্ষিক পরীক্ষা সম্পন্ন করা যায়নি। সম্পন্ন হয়নি সার্বিক মূল্যায়নও। আবার উচ্চমাধ্যমিকের প্রস্তুতি নেওয়ার সময়ও তাঁদের অনেকটা কম। তাঁরা জানে স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বোর্ডের পরীক্ষায় বসতে পারেন, সেজন্য স্কুলগুলিকে বাড়তি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ছাত্র-ছাত্রীদের পাশ দাঁড়িয়ে মানবিক পদক্ষেপ নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে, এমনটাই চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।