নদীবাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রম গ্রামবাসীদের
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রবল ধাক্কা দিয়ে গেল আম্ফান। গ্রাম রক্ষায় বাঁধ সারাতে স্বেচ্ছাশ্রম চলছে। আম্ফানে বিধ্বস্ত সুন্দরবনের পুনর্গঠনের উদ্যোগী বাসিন্দারাই। বাঁধ ভেঙে ফের নোনা জল ঢুকেছে গ্রামে। বিঘের পর বিঘে নোনা জলে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত। এই বিপর্যয়ে গোসাবা, কুলতলী ও পাথরপ্রতিমায় স্বেচ্ছাশ্রমে নদীবাঁধ মেরামতির কাজ করছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রের খবর, গোসাবায় গোমর নদীর পাড়ে রাঙাবেলিয়া পঞ্চায়েতের মধ্যে নদীবাঁধ ভাঙা শুরু হতেই গ্রামবাসীরা মেরামত করতে নেমেছিলেন। তবুও রক্ষা হয়নি নদীবাঁধ।
তীব্র জলস্রোতে বাঁধ ভেঙে উত্তর ও দক্ষিণ রাঙাবেলিয়া ও রামপুরের সর্দার পাড়া প্লাবিত হয়। ৩০০ পরিবার আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুলবাড়িতে। গোমর নদীর জল বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছিল। ভরা কোটালে আরও ভয়াবহ পরিস্থিতি হওয়ার আশঙ্কায় গ্রাম রক্ষায় নদীবাঁধের কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষ। প্রশাসনিকমহলও এই ঘটনায় গ্রামবাসীদের প্রশংসা করেছে।