Home Miscellaneous রানি রামপালকে খেলরত্ন সম্মানের সুপারিশ

রানি রামপালকে খেলরত্ন সম্মানের সুপারিশ

49
0
Rani Rampal-1
Rani Rampal-1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : হকি ইন্ডিয়া ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের নাম খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করেছে। ২০১৭ সালে এশিয়া কাপ ও ২০১৮ সালে এশিয়ান গেমসে ভারতের রুপো জয়ের ক্ষেত্রে রানি রামপালের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পাশাপাশি ২০১৯ সালে তাঁর গোলেই ভারতের মহিলা হকি দল টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেছিল।

এমনকী রানির নেতৃত্বে বিশ্ব ক্রমতালিকায় ৯ নম্বরে উঠে এসেছিল ভারত। অন্যদিকে অর্জুন পুরস্কারের জন্য বন্দনা কাটারিয়া, মণিকা ও হরমনপ্রীত সিংয়ের নাম প্রস্তাব করা হয়েছে। আবার জীবনকৃতি সম্মান মেজর ধ্যানচাঁদ পুরস্কারের জন্য হকি ইন্ডিয়া প্রাক্তন তারকা আর পি সিং ও তুষার খান্দেকারের নাম এবং দ্রোণাচার্য্য সম্মানের জন্য কোচ বিজে কারিয়াপ্পা ও রমেশ পাঠানিয়ার নাম সুপারিশ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here