কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের নির্দেশ মেনেই সচল হল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চল। করোনা পরিস্থিতির কারণে লকডাউন ঘোষণার পর ব্যারাকপুর শিল্পাঞ্চলের সমস্ত জুটমিলগুলির উৎপাদন বন্ধ হয়ে যায়। মিলগুলিও বন্ধ করে দেওয়া হয়েছিল। জুলমিল শ্রমিকদের আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছে।
এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খুলে দেওয়া হল সমস্ত জুটমিলগুলি। স্থানীয় সূত্রে খবর, সরকারের গাইডলাইন মেনেই কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন। সরকারি নির্দেশ পাওয়ার পর ব্যারাকপুর শিল্পাঞ্চলের সমস্ত জুটমিলগুলিতে শ্রমিকরা মাস্ক পড়ে নিয়মবিধি মেনে উৎপাদন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। উৎপাদন শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি কর্মীরা।