Home Miscellaneous ভেনিস আন্তর্জাতিক চলচিত্র উৎসব ২ সেপ্টেম্বর থেকে

ভেনিস আন্তর্জাতিক চলচিত্র উৎসব ২ সেপ্টেম্বর থেকে

37
0
venis international film festival
venis international film festival

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইতালি করোনা ভাইরাস নিয়ে হিমশিম খেয়েছিল। একটু পরিস্থিতি বদলাতেই ঘোষণা চলচিত্র উৎসবের। এবছর ভেনিস আন্তর্জাতিক চলচিত্র উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২ সেপ্টেম্বর থেকে। বিশ্বের এই দীর্ঘতম ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, অন্যান্যবারের তুলনায় এবার কম সংখ্যক ছবি দেখানো হবে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে জুরি প্রেসিডেন্ট হিসেবে কেট ব্ল্যাঞ্চেটের নাম ঘোষণা করেছিলেন উৎসব কর্তৃপক্ষ। অন্যদিকে, কান চলচিত্র উৎসব এবছর হবে কিনা তা এখনও জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here