কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আগামী ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত স্কুল পড়ুয়াদের মিড-ডে-মিলের চাল, আলু দেওয়া হবে হলে জানিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, পড়ুয়াদের ২ কিলো চাল ও ২ কিলো আলু দেওয়া হবে। আবার, ২৮ মে-র মধ্যে স্কুলগুলিকে জীবাণুমুক্ত করার কথাও বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে আর নির্দেশ দেওয়া হয়েছে, মিড-ডে-মিল নিতে অভিভাবকদের সঙ্গে যাতে পড়ুয়ারা না আসে তাও নিশ্চিত করতে বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে।