কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পবিত্র ঈদ পালন হল বিধিনিষেধ মেনে। জমায়েতে নিষেধাজ্ঞা ছিল। মসজিদ ও ঈদগাহের বদলে ঈদের নামাজ বাড়িতে বসেই পড়তে হয়েছে। তবে ব্যারাকপুরের চককাঠালিয়ার একদল তরুণ-তরুণী বৃক্ষরোপণ করে ঈদ-উল-ফিতর পালন করলেন। এদিনটিকে তাঁরা স্মরণীয় করে রাখতে এলাকায় ২০০-র বেশি গাছ লাগলেন। আম্ফানের তাণ্ডবের পর অপূরণীয় ক্ষতি দেখে তাঁদের এই সিদ্ধান্ত।
এলাকার “সবুজ বাহিনী”র এই অভিনব ভাবনার জন্য স্থানীয় বাসিন্দারা কুর্নিশ জানিয়েছেন। এবিষয়ে সবুজ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আম্ফান তাণ্ডবে এতো গাছ ভেঙেছে যে, এখনই সেই ক্ষতি পূরণ করা যাবে না। তাই ধীরে ধীরে হলেও আমরা সেই ক্ষতি নতুন গাছ লাগিয়ে মেটাতে পারি। এমন পবিত্র কাজের জন্য তাই ঈদের দিনটিকেই বেছে নেওয়া হয়েছে।