Home Miscellaneous রোজকার বাজারে আনাজ-সব্জির দামে নাকাল মধ্যবিত্ত

রোজকার বাজারে আনাজ-সব্জির দামে নাকাল মধ্যবিত্ত

15
0
Vegetable Market-2
Vegetable Market-2

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সব্জির দাম বেড়ে গিয়েছে। মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। সূত্রের খবর, লকডাউন পর্ব শুরু হওয়ার পর রোজকার বাজারে আনাজ-সব্জির দাম সামান্য বাড়লেও তা এতমাত্রায় বাড়েনি। ঘূর্ণিঝড় আম্ফান আছড়ে পড়ার পর গ্রীষ্মকালীন সব্জির দাম এখন অগ্নিমূল্য। উল্লেখ্য, পটল, বেগুন ও ঢেঁড়শ প্রভৃতি অধিকাংশ আনাজপাতি খুচরো বাজারে কেজিতে ৫০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে।

সূত্রের আরও খবর, পাইকারি বাজারে অধিকাংশ সব্জি কেজিতে ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে বিক্রি হয়েছে। স্থানীয় বাজারগুলিতে সব্জি-আনাজে হাত দেওয়াই মুশকিল হয়ে উঠেছে সাধারণ মধ্যবিত্তদের। ঘূর্ণিঝড়ে সব্জির ব্যাপক ক্ষয়-ক্ষতি এই দাম বাড়ার কারণ হিসেবে দেখাচ্ছেন সব বিক্রেতারা। হিমঘরে সংরক্ষিত আলুর দামও অনেকটাই বেড়েছে। জানা গিয়েছে, জ্যোতি আলুর দাম ২০ টাকা ছিল। এখন তা বেড়ে ২৪-২৫ টাকা হয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা জানিয়েছেন, হিমঘরে শ্রমিক কম থাকার জন্য আলু কম বের হচ্ছে। স্কুলের মিড-ডে মিল প্রকল্পের জন্য প্রচুর পরিমাণে আলু গিয়েছে। চাহিদা বেড়ে গেলেও বাজারে তার সরবরাহ কমেছে। আলুর দাম কিছুটা কমলেও তা ২০-২১ টাকা থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here