কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর প্রচেষ্টা। সূত্রের খবর, একাধিক সরকারি প্রকল্প গ্রহণ করা হলেও কমছে না প্রসূতি মৃত্যু। একইসঙ্গে মা ও শিশুর অপুষ্টির বিষয়টি মাথাব্যথা এখন প্রশাসনের। প্রসবকালীন মৃত্যু প্রতিরোধে এবার নতুন করে মাতৃত্বের বয়স নির্ধারণের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যে একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, যার নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী জয়া জেটলি। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওই টাস্ক ফোর্স রিপোর্ট জমা দেবে কেন্দ্রের কাছে। ওই রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত। এক্ষেত্রে চিকিৎসক মহলের বক্তব্য, নিরাপদ গর্ভধারণের সঙ্গে মায়ের বয়সের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৮ সালে দেশে শেষবার কন্যাদের বিবাহের বয়স ১৫ বছর থেকে বাড়িয়ে আইনত ১৮ বছর করা হয়েছিল।