Home Miscellaneous বে-আইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ পুরসভার

বে-আইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ পুরসভার

23
0
Kolkata Municipality-4
Kolkata Municipality-4

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বে-আইনি নির্মাণ ঠেকাতে কড়া পুরসভা। অনুমোদিত নকশা ছাড়া রেজিস্ট্রেশন নয় বলে জানানো হয়েছে। সূত্রের খবর, বে-আইনি বহুতল বা বাড়ি নির্মাণ রুখতে এবার আরও কঠোর মনোভাব নিচ্ছে কলকাতা পুরসভা। নকশার অনুমোদন না থাকলে রেজিস্ট্রেশন হবে না। বিদ্যুৎ সংযোগও পাওয়া যাবে না। “টক-টু কর্পোরেশন”-এ স্পষ্ট জানিয়েছেন পুর-প্রশাসক ফিরহাদ হাকিম।

সূত্রের আরও খবর, কঠোর পদক্ষেপ কার্যকর করতে রাজ্যকে প্রস্তাব পাঠানোর নির্দেশও দিয়েছেন তিনি। “টক-টু কর্পোরেশনে” আসা ফোনে এক নাগরিক শহরের বে-আইনি নির্মাণ নিয়ে সরব হয়েছিলেন। এই ধরনের নির্মাণ ঠেকাতে কিছু পরামর্শও দিয়েছেন তিনি। পুর-প্রশাসকের ঘোষণা, “এবার থেকে বে-আইনি নির্মাণ বন্ধে রেজিস্ট্রেশন দপ্তরের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে চলবে পুরসভা। কোনও বহুতল বা বাড়ির নকশা পুরসভা থেকে অনুমোদন করাতে হবে। অন্যথায় সেটির রেজিস্ট্রেশন করা যাবে না।” বিষয়টি প্রস্তাব আকারে পুরসভার পক্ষ থেকে ইনস্পেক্টর জেনারেল অব রেজিস্ট্রারকে (আইজিআর) দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here