Home Miscellaneous বিপর্যয়ে সবজির দাম বাড়াতে সমস্যায় সাধারণ মানুষ

বিপর্যয়ে সবজির দাম বাড়াতে সমস্যায় সাধারণ মানুষ

7
0
Vegetable Market-1
Vegetable Market-1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : “আম্ফান”-এর পরই একলাফে সব্জির দাম বেড়ে গেল বাজারে। এরফলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা বেজায় সমস্যায় পড়েছেন। সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় “আম্ফান” তাণ্ডবে ব্যাপক সবজি ফসলের ক্ষতি হয়েছে। পটল, বেগুন, পেপে, কাঁচালঙ্কা ও কলা-সহ বিভিন্ন ফসল প্রায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সবথেকে সমস্যায় রয়েছেন তাঁরা, যাঁদের রোজগার এই লকডাউনে প্রায় বন্ধ। জানা গিয়েছে, গড়ে প্রতিটি সব্জির দাম ৫০ শতাংশ বেশি বেড়ে গিয়েছে। কাঁচালঙ্কার দাম বেড়েছে ১০০ শতাংশ। তবে এই পরিস্থিতিতে আলু ও পেঁয়াজের দাম খুব বাড়েনি। জেলা জুড়েই ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন, “আম্ফান”-এর পূর্বে আনাজের দাম ছিল সকলের নাগালে। এবার অনেকটাই হাতের বাইরে চলে গিয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে বাজারে পটলের দাম ছিল ১৫ থেকে ২০ টাকা কেজি প্রতি। সেই পটল বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা করে। বেগুন ২৫ টাকা ছিল এখন বেগুন ৩৫-৪০ টাকা হয়েছে। ঝিঙে ২৫ থেকে ৩০ টাকা ছিল বেড়ে হয়েছে ৪০ টাকা। লঙ্কার দাম ছিল ১৮ থেকে ২০ টাকা প্রতি কেজি। তা বেড়ে হয়েছে ৪০ টাকা। ঢেঁড়স ১৫ থেকে ২৫ টাকা ছিল তা বেড়ে গিয়েছে। সব মিলিয়ে সমস্যা বেড়েছে সাধারণ মানুষদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here