Home Miscellaneous রাজ্য সবুজ সঙ্কেত পাঠালে তবেই ফের শ্রমিক স্পেশাল ট্রেন

রাজ্য সবুজ সঙ্কেত পাঠালে তবেই ফের শ্রমিক স্পেশাল ট্রেন

38
0
Contractual Labour Train-2
Contractual Labour Train-2

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শ্রমিক স্পেশাল ট্রেন আপাতত বন্ধ বাংলায়, এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে আম্ফান ঘূর্ণিঝড়ের পর অনেক এলাকায় পুনর্গঠনের কাজ চলছে। এমত অবস্থায় চিঠি লিখে রেল বোর্ডের চেয়ারম্যানকে আগামী কয়েকদিন রাজ্যের শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। এই অনুরোধে সাড়াও মিলেছে বলে খবর। এক্ষেত্রে জানা গিয়েছে, রাজ্য সবুজ সঙ্কেত পাঠালে তবে ফের শ্রমিক স্পেশাল ট্রেন চালানো শুরু হবে বলে জানিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। এ বিষয়ে তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের লেখা চিঠি পেয়েছি। সাইক্লোন একটি প্রাকৃতিক বিপর্যয়। ওই রাজ্যের মুখ্যসচিব চিঠি লিখে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের পর কয়েকটি এলাকায় পুনর্গঠনের কাজ চলছে। কবে থেকে বাংলায় ফের শ্রমিক স্পেশাল ট্রেনের যাতায়াত শুরু করা যাবে, শীঘ্রই আমাকে চিঠি লিখে তা জানাবেন তিনি। আমরা এ ব্যাপারে প্রস্তুত। পশ্চিমবঙ্গ সরকার সবুজ সঙ্কেত দেবে, তখন আমরা ট্রেন পাঠাব। এ বিষয়ে তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গে শ্রমিক স্পেশাল ট্রেন গিয়েছে তুলনায় কম। ঘূর্ণিঝড়ের পর কয়েকদিনের জন্য ট্রেন পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। রাজ্য থেকে আমাদের ১০৫টি ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। সেই অনুমতিপত্রে সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে। আমার আশা, ঘূর্ণিঝড়ের রেশ সামলে উঠলে পশ্চিমবঙ্গে ফের ট্রেন চলাচল শুরু করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here