Home Miscellaneous “আম্ফান” বিধ্বস্ত এলাকায় ভারত সেবাশ্রমের ত্রাণ

“আম্ফান” বিধ্বস্ত এলাকায় ভারত সেবাশ্রমের ত্রাণ

25
0
Bharat Sevashrom Sangho
Bharat Sevashrom Sangho

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভারত সেবাশ্রমের ত্রাণ। সূত্রের খবর, ভারত সেবাশ্রম সঙ্ঘ “আম্ফান” বিধ্বস্ত এলাকায় রান্না করা খাবার বিতরণ শুরু করেছে। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, “আম্ফান” আছড়ে পড়ার পরদিন থেকে উত্তর ২৪ পরগনা জেলার মহেন্দ্রগঞ্জে রান্না করা খাবার বিতরণ শুরু হয়। আবার মুখ্যমন্ত্রীর নির্দেশমতো হিঙ্গলগঞ্জ ও যোগেশগঞ্জে ২০ হাজার মানুষের মধ্যে খাদ্য বিতরণ শুরু হয়েছে। চাল, ডাল-সহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা জেলায় “আম্ফান” কবলিত বিস্তীর্ণ এলাকায় গৃহহীন মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কাজ করবে ভারত সেবাশ্রম সঙ্ঘ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here