কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বৈষ্ণোদেবীর প্রসাদ এবার পাওয়া যাবে ঘরে বসেই। সাধারণ মানুষের হাতে তা পৌঁছে দেবে ভারতীয় ডাকবিভাগ। গোটা দেশ জুড়ে এই পরিষেবা শুরু হবে। এব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাকবিভাগ। সূত্রের খবর, প্রসাদ সংগ্রহ, প্যাকেটজাত করা ও তা বন্টনের দায়িত্ব পালন করবে ইন্ডিয়া পোস্টের জম্মু ও কাশ্মীর সার্কেল। তবে করোনা সঙ্কট কেটে যাওয়ার পর এই পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে।
প্রসাদ গ্রহণের জন্য ভক্তদের কত টাকা খরচ করতে হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অন্যদিকে, বৈষ্ণোদেবীর মন্দির খোলার প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু করেছেন মন্দির কর্তৃপক্ষ। ভক্তদের জমায়েত নিয়ন্ত্রণে কীভাবে সামাজিক দূরত্ব মেনে মন্দিরে প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে, তারজন্য একগুচ্ছ পরিকল্পনাও নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের প্রবেশদ্বার ও প্রবেশপথ এবং ভিতরে রং দিয়ে গোল দাগ কাটার কাজ শুরু হয়েছে বলেও খবর।