Home Miscellaneous প্রয়াত চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়

প্রয়াত চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়

35
0
Basu_Chatterjee
Basu_Chatterjee

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায় (৯৩)। পারিবারিক সূত্রে খবর, মুম্বাইয়ের বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন এই চিত্র পরিচালক। এছাড়াও ছিল বার্ধক্যজনিত অসুস্থতা। সাত ও আটের দশকে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তাঁর পরিচালিত ছবিগুলি যেমন — ‘ছোটিসি বাত’, ‘বাত বাত মে’, ‘খাট্টা মিঠা’, ‘পিয়া কা ঘর’, ‘আপনে পরায়ে’ প্রভৃতি বহু ছবি সুনাম অর্জন করেছিল।

সিনেমার পাশাপাশি টেলিভিশনেও বেশ কিছু ধারাবাহিক পরিচালনা করেন তিনি। তারমধ্যে রয়েছে, ‘রজনী’, ‘ব্যোমকেশ বক্সী’ প্রভৃতি। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ‘সারা আকাশ’ ছিল তাঁর প্রথম ছবি। শুরুতে ইলাস্ট্রেটর ও কার্টুনিস্ট হিসেবে কর্মজগতে পা রেখেছিলেন। ‘টক ঝাল মিষ্টি’, ত্রিশঙ্কু’, ‘হঠাৎ বৃষ্টি’ সহ বেশ কিছু বাংলা ছবিও পরিচালনা করেছিলেন বাসুবাবু। তাঁর মৃত্যতে শোকের ছায়া চলচিত্র জগতে। শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিচালক সুজিত সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here