kalighat kali mataMiscellaneous 

কালীঘাটে আচার-নিয়ম মেনেই হবে প্রতিমার স্নানযাত্রা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের আবহে কালীঘাট মন্দির বন্ধ। তবে সমস্ত আচার ও নিয়ম মেনে প্রতিমার স্নানযাত্রা হবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি, কালীঘাট মন্দির কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, নিয়ম মেনে প্রতি বছর জৈষ্ঠ্যের পূর্ণিমা তিথিতে মূর্তি ও পূজিত অঙ্গগুলিকে স্নান করানোর প্রক্রিয়া চলে। কথিত রয়েছে, কালীঘাটে সতীর বাঁহাতের কনিষ্ঠা পড়েছিল। গর্ভগৃহে সেটি পুজোর রেওয়াজ রয়েছে।

কালীঘাট মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম মেনে গঙ্গাজল, ডাবের জল, দুধ, দই, সুগন্ধি ও জবাকুসুম তেলের মিশ্রণ দিয়ে কালীমূর্তি ও সতীর বাঁ’হাতের কনিষ্ঠা অঙ্গ স্নান করানো হয়। এরপর ওই অঙ্গ বেনারসি বস্ত্রে মুড়িয়েও রাখা হয়। আবার প্রতিবছরই প্রতিমার সিঁদুর বদলানো হয়ে থাকে। পাশাপাশি প্রতিমাকে নতুন বস্ত্র পরানো হয়। মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পুরোহিতরা আচার-আচরণ মেনে এই স্নানযাত্রা করান।

Related posts

Leave a Comment