ইউপিএসসি-র ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে ২১৫ ইঞ্জিনিয়ার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিভিল, মেকানিক্যাল সহ বিভিন্ন শাখায় ২১৫ জনকে নিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সার্ভিসেসে। প্রার্থীবাছাই হবে ‘ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন-২০২১’এর মাধ্যমে। বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নিয়োগ হবে– সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস (রোডস), সার্ভে অফ ইন্ডিয়া সহ বিভিন্ন সার্ভিসেসে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নিয়োগ হবে– ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স, সেন্ট্রাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং, ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস সহ বিভিন্ন সার্ভিসেসে।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নিয়োগ হবে– সেন্ট্রাল ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স, ইন্ডিয়ান ন্যাভাল আর্মামেন্ট সার্ভিস সহ বিভিন্ন সার্ভিসেসে।
ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নিয়োগ হবে– ইন্ডিয়ান রেডিও রেগুলারিটি সার্ভিস, ইন্ডিয়ান টেলিকমিউনিকেশন সার্ভিস সহ বিভিন্ন সার্ভিসেসে।
ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)-র সেকশন ‘এ’ ও সেকশন ‘বি’ পাশ অথবা ফরেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি/ ডিপ্লোমা পাশ অথবা ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)-র গ্র্যাজুয়েট মেম্বারশিপ পরীক্ষায় পাশ অথবা অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অ্যাসোসিয়েট মেম্বারশিপ পরীক্ষার পার্ট-২ এবং পার্ট-৩/ সেকশন ‘এ’ এবং সেকশন ‘বি’ পাশ অথবা লন্ডনের ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড রেডিও ইঞ্জিনিয়ার্সের গ্র্যাজুয়েট মেম্বারশিপ পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা। অবজেক্টিভ টাইপের প্রিলি পরীক্ষায় থাকবে ৫০০ নম্বরের দুটি পেপার। প্রথম পেপারে ২০০ নম্বর, সময় ২ ঘন্টা এবং দ্বিতীয় পেপারে ৩০০ নম্বর, সময় ৩ ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। এতে সফল হলে কনভেনশনাল টাইপের মেইন পরীক্ষা। এতে থাকবে ৬০০ নম্বরের ২টি পেপার। প্রতিটি পেপারে সময় ৩ ঘন্টা। এতে সফলদের হবে ২০০ নম্বরের পার্সোনালিটি টেস্ট। অনলাইন পরীক্ষা হবে
আবেদন করবেন অনলাইনে www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৭ এপ্রিলের মধ্যে। অনলাইন আবেদনপত্র উইথড্রল করতে পারবেন ৪ – ১০ মে পর্যন্ত। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। অফলাইনে পে-ইন-স্লিপের মাধ্যমে পার্ট-২ রেজিস্ট্রেশনের পর ফি জমা দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায়, ২৬ এপ্রিলের মধ্যে। এছাড়া অনলাইনে ফি জমা করতে পারেন ২৭ এপ্রিলের মধ্যে। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 07/2021‐ENGG. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
রেজিস্ট্রেশন: ।। পার্ট-১ ।। পার্ট-২ ।।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে