UPSC is recruiting ExaminersMiscellaneous 

ইউপিএসসি-র মাধ্যমে এক্সামিনার নিচ্ছে

সিজিপিডিটিএম এক্সামিনার পদে ১০২ জনকে নিচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে নিয়োগ হবে সরাসরি।

এক্সামিনার অফ ট্রেড মার্ক (TM) অ্যান্ড জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন্স (GI): মোট শূন্যপদ ১০০টি। নিয়োগ হবে অফিস অফ দ্য কন্ট্রোলার জেনারেল অফ প্যাটার্নস, ডিজাইন্স অ্যান্ড ট্রেড মার্কস, ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে। ডেপুটি ডিরেক্টর (এক্সামিনার রিফর্মস): শূন্যপদ ২টি। নিয়োগ হবে ইউপিএসসি-তে।

দুটি পদেই যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।

প্রার্থিবাছাই হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, মেইন লিখিত পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ, যাবতীয় প্রমাণপত্র যাচাই এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদনের ফি সাধাঃ/ ওবিসি/ ইডব্লিউএস প্রার্থীদের জন্য ১,০০০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০০ টাকা। সকল মহিলা প্রার্থীদের জন্য ৫০০ টাকা। ফি দিতে হবে অনলাইনে।

আবেদন করবেন অনলাইনে https://upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ ডিসেম্বর, ২০২৫ থেকে ১ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে। বিজ্ঞপ্তি নং ১৪/২০২৫. নির্দেশিকা সহ সবিস্তার তথ্য আপলোড করা হবে https://upsc.gov.in ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment