কাল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৭ বছরের বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় স্তব্ধ হয়েছে।
এরপর সর্বশেষ কলকাতা হাইকোর্ট এক সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশের নির্দেশ দেয়। সেই নির্দেশ মোতাবেক কমিশন কাল দুপুর ১২টা থেকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে চলেছে । আজ কমিশন এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এমনটাই জানিয়েছে বলে খবর ।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আগামী কাল দুপুর ১২টা থেকে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নম্বর সহ ইন্টারভিউ তালিকা দেখতে পাবেন চাকরিপ্রার্থীরা। এক্ষেত্রে আরও জানানো হয়, হাইকোর্টের নির্দেশ মোতাবেক যাঁরা ইন্টারভিউতে সুযোগ পাননি, তাঁদের প্রাপ্ত নম্বর দিয়ে জানানো হবে।
উল্লেখ করা যায়,দীর্ঘ সময় উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় বাধা হয়ে দাঁড়ায়। একাধিকবার এই নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ হয়। মেধাতালিকা প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ হয়েছে। এরপর মেধাতালিকা বাতিল করেছে হাইকোর্ট। আবার ইন্টারভিউ লিস্ট প্রকাশের পর হাইকোর্টে ধাক্কা খায় স্কুল সার্ভিস কমিশন। সব মিলিয়ে এবার প্রত্যাশা বেড়েছে। জটিলতা কাটল বলে মনে করছেন বিশ্লেষকরা।

