কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন পর্বে কাজ হারালেন ১৪ কোটি মানুষ। এক সমীক্ষায় এই তথ্য তুলে ধরা হয়েছে। এই গ্রাফ আরও কতটা ওপরের দিকে উঠবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সিএমআইই-র একটি সমীক্ষায় জানানো হয়েছে, গত ১৯ এপ্রিল শেষ হওয়া এপ্রিলের তৃতীয় সপ্তাহে দেশে বেকারত্বের হার বেড়ে ২৬.২ শতাংশ হয়েছে। কর্মসংস্থান ফেব্রুয়ারির ৪০ শতাংশ থেকে এক ধাক্কায় নেমে গিয়েছে ২৬ শতাংশে।
সিএমআইই সূত্রে আরও দাবি করা হয়েছে, এপ্রিলের এই ক’দিনে কর্মসংস্থানের হার ১৪ শতাংশ। এর মূল অর্থ দেশের ১৪ কোটি মানুষ কাজ হারিয়েছেন। আবার গ্রামে বেকারত্বের হার বেড়ে ২৬.৭ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে তা গ্রামের থেকে একটু কম। যা ২৫.১ শতাংশ। তবে প্রবল সঙ্কটে ছোট শিল্প। এক্ষেত্রে ওইসব ছোট শিল্প কীভাবে বাঁচবে তার স্পষ্ট ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।