কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভারতে বায়ুদূষণ কমেছে। এই তথ্য তুলে ধরেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। লকডাউন পরিস্থিতিতে কল-কারখানা সহ যান পরিবহণ কার্যত বন্ধ। করোনা পরিস্থিতির মোকাবিলায় ভারত জুড়ে লকডাউন পর্ব চলছে। তারমধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূত্রে জানানো হয়েছে, গত ২০ বছরের মধ্যে এই প্রথম উত্তর ভারতে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে কম। পাশাপাশি নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, লকডাউন পরিস্থিতির কারণেই উত্তর ভারতে বায়ুদূষণ ২০ বছরে সর্বনিম্ন।