কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) করোনা সংক্রমণ পরিস্থিতিতে অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে গাইডলাইন পাঠাবে বলে জানা গিয়েছে। এই গাইডলাইনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলির পরবর্তী কর্মসূচি ঠিক করে নিতে পারবে। সূত্রের খবর, ইউজিসি সচিব রজনীশ জৈন এমনই চিঠি পাঠিয়েছেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজ অধ্যক্ষদের। পাশাপাশি ওই চিঠি পাঠানো হয়েছে মুখ্যসচিব ও উচ্চশিক্ষা সচিবকে।
আবার ইউজিসি সূত্রে পূর্বেই জানানো হয়েছিল, লকডাউন পরিস্থিতিতে ৭ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। পঠন-পাঠন কীভাবে চলবে এবং পরীক্ষা কীভাবে হবে, ওই কমিটিই সুপারিশ করবে। সূত্রের আরও খবর, ওই কমিটি শীঘ্রই রিপোর্ট দেবে। তা খতিয়ে দেখে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে আলোচনার পর কলেজ ও বিশ্ববিদ্যালয়কে নির্দেশ পাঠাবে ইউজিসি। অন্যদিকে, পড়ুয়াদের এক সেমিস্টার এগিয়ে যাওয়া নিয়ে বিতর্ক ছাড়াও বিশ্ববিদ্যালয়গুলির অধিকার ভঙ্গের প্রসঙ্গটি সামনে এসেছে।
