Home Miscellaneous পশ্চিমবঙ্গের সীমান্তে আটকে ট্রাক, বাড়ছে সমস্যা

পশ্চিমবঙ্গের সীমান্তে আটকে ট্রাক, বাড়ছে সমস্যা

41
0
TRUCKS
TRUCKS

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউনের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে আটকে ট্রাক। আবার বাংলাদেশে আটকে পড়া ভারতীয় ট্রাক ফিরিয়ে আনতে নবান্নের দ্বারস্থ বিভিন্ন ক্লিয়ারিং এজেন্সি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে হস্তক্ষেপ করার আর্জিও জানানো হয়েছে। সূত্রের খবর, পাটবীজ রপ্তানি করতে গিয়ে লকডাউনের জেরে বাংলাদেশে আটকে রয়েছে রাজ্যের ৬১টি ট্রাক। বৈধ কাগজপত্র থাকা সত্বেও লকডাউন না উঠলে ফেরানো সম্ভব হবে না বলে জানা যায়।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙার নিকটস্থ সীমান্ত এলাকায় এপ্রিলের গোড়া থেকে আটক রয়েছে ১,৫৪৭টি ট্রাক। বাংলাদেশে রপ্তানির জন্য স্টোনচিপ থেকে মশলা সহ বিভিন্ন সামগ্রী ওই ট্রাকে ভর্তি রয়েছে। ট্রাকগুলি খোলা আকাশের নীচে পড়ে থাকায় মশলার গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সবমিলিয়ে সমস্যায় রপ্তানি বাণিজ্য। সূত্রের আরও খবর, কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে লকডাউন পর্বে ১০টি রপ্তানিকারক সংস্থার ৬১টি ট্রাক পাটবীজ নিয়ে বাংলাদেশে রপ্তানি করতে যায়। লকডাউন পর্বে সীমান্তে ভারতীয় আধিকারিকরা ওই ট্রাক আটকে দেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন ৬১টি ট্রাকের চালক ও খালাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here