কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনার আবহে লকডাউন পর্বে যে শিল্পক্ষেত্রগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তারমধ্যে রয়েছে অন্যতম পর্যটনক্ষেত্র। পশ্চিমবঙ্গে ধাপে ধাপে লকডাউন পর্ব তোলার প্রক্রিয়া শুরু হল। রাজ্য সরকার ইতিমধ্যেই ৫টি সরকারি পর্যটন নিবাস খোলার কথা ঘোষণা করেছে। এবিষয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, ৮ জুন থেকে দক্ষিণবঙ্গের ৪টি ও উত্তরবঙ্গের ১টি পর্যটক নিবাসের বুকিং শুরু হবে। অন্যদিকে পর্যটন দপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে বোলপুরের রাঙাবিতান, ডুয়ার্সের টিলাবাড়ির তিলোত্তমা, বিষ্ণুপুর পর্যটক নিবাস, মাইথন মুক্তধারা ও ডায়মন্ডহারবারে সাগরিকা পর্যটনক্ষেত্র খোলা হচ্ছে।