Harsh Vardhan ShringlaMiscellaneous 

নেপালের নীতি নিয়ে দ্বিধায় নয়াদিল্লি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নেপাল নিয়ে নীতি কী হবে, তা নিয়ে দ্বিধায় নয়াদিল্লি। ভারতের ৩টি ভূখণ্ডকে জুড়ে বিতর্কিত মানচিত্র বিলটি নেপালের সংসদে গিয়েছে। এই নিয়ে ভারত-নেপাল মতানৈক্য সৃষ্টি হয়েছে। রাজনৈতিকমহলের একাংশের এক্ষেত্রে বক্তব্য, নেপাল নিয়ে কেন্দ্রীয় সরকারের দিশাহীনতার কারণে দুদেশের মধ্যে সঙ্কট বেড়েছে। সেই পরিপ্রেক্ষিতে তৎপরতা বাড়িয়েছে চিন। মানচিত্র সঙ্কট পরিস্থিতিতে নয়াদিল্লিতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য বিদেশসচিব হর্ষবর্ধন শ্রীঙলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বলে জানা যায়।

কূটনৈতিকমহলের একটা বড় অংশ মনে করছেন, ট্রাম্পকে ভারতে নিয়ে আসা, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক কাজ, বন্দে ভারত মিশন, সীমান্ত চীনের মোকাবিলা নিয়ে সাউথ ব্লক তৎপর থেকেছে। নেপাল প্রসঙ্গে নয়াদিল্লির নজর না থাকায় সমস্যা তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে নেপাল ভারত বিরোধিতা শুরু করেছে।

Related posts

Leave a Comment