Home Miscellaneous আজ রক্তদাতা দিবস, চলুন সংকল্প করি রক্তদানের

আজ রক্তদাতা দিবস, চলুন সংকল্প করি রক্তদানের

14
0
blood donation 3
blood donation 3

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। গোটা বিশ্বেই এই দিনটির তাৎপর্য রয়েছে। মানুষের শরীরই একমাত্র কারখানা যেখানে রক্তের সন্ধান পাওয়া যায়। আমরা জানি, রক্তের অভাবে বহু মানুষের প্রাণ অকালে ঝরে যায়। একথা ঠিক, যাঁরা স্বেচ্ছায় রক্তদান করেন তাঁরাই সমাজের আসল কাজটি করে থাকেন। রক্তদান করলে দাতার শরীরে কোনও ক্ষতি হয় না। বিশ্বে রোজই অসংখ্য মানুষের প্রাণ চলে যাচ্ছে একটু রক্তের অভাবে। রক্তদান করলে দাতার দেহে নতুন করে রক্ত তৈরি হয়ে যায় স্বাভাবিক নিয়মেই।

রক্তের কোনও ধর্ম, বর্ণ নেই। এক্ষেত্রে কোনও ভেদাভেদও নেই। আবার রক্তের কাছে কোনও জাতিভেদও থাকেনা। আর থাকে না কোনও উচুঁ-নীচু বৈষম। রক্তের জন্য সব ধর্মের মানুষের একান্তই প্রার্থনা থাকে রক্ত দান করেন এবং তা হোক স্বেচ্ছায়। মুমূর্ষ রোগীকে নতুন প্রাণ দিতে সবারই এগিয়ে আসা উচিত। বর্তমান সময়ে রক্তদানের বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের আবেদন — সবাই মিলে এগিয়ে এসে চলুন সংকল্প করি, রক্তের অভাবে কোনও মানুষ যেন জীবন যুদ্ধে পরাজিত না হয়। তবেই হবে এই দিন পালনের সার্থকতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here