কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বাজারে জাল স্যানিটাইজার নিয়ে তোলপাড়। রাজ্যজুড়ে পুলিসি অভিযানও। সূত্রের খবর, করোনার আবহে এখন স্যানিটাইজার অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে। এরফলে চাহিদাও বেড়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এক্ষেত্রে আসলের সঙ্গে নকলের ফারাক বোঝা শক্ত হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ পড়েছেন সমস্যায়। অন্যদিকে নকল স্যানিটাইজার ব্যবহারে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা।
সূত্রের আরও খবর, ভেজাল স্যানিটাইজারের ব্যবসা রুখতে এখন কড়া নজরদারি চালাচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। জানা গিয়েছে, কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় হানা দিয়ে প্রায় ৩ হাজার লিটার ভেজাল স্যানিটাইজার বাজেয়াপ্ত করেছে পুলিশ। এক্ষেত্রে গ্রেপ্তারের কোনও খবর পাওয়া যায়নি।