Home Miscellaneous মহারাষ্ট্রে লেকের জল “গোলাপি” হয়ে যাওয়ায় চাঞ্চল্য

মহারাষ্ট্রে লেকের জল “গোলাপি” হয়ে যাওয়ায় চাঞ্চল্য

7
0
Lonar Lake
Lonar Lake

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : গোলাপি হয়ে গিয়েছে লেকের জল। স্থানীয় মানুষ-সহ উদ্বেগে বিজ্ঞানী-গবেষকরাও। কেন এমন হল তা জানতে সেখানে যাবেন জাতীয় পরিবেশ সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং গবেষণা সংস্থার (এনইইআরআই) বিজ্ঞানীরা। সূত্রের খবর, লেকের জল সংগ্রহ করে পরীক্ষা করারও তৎপরতা চলেছে। জানা যায়, বহু বছর আগে একটি উল্কাখণ্ডের আঘাতে মহারাষ্ট্রের বুলধানা জেলায় তৈরি হয় লোনার লেক। উল্লেখ করা যায়, গত ১৮২৩ সালে ব্রিটিশ অফিসার সিজেই আলেকজান্ডার অনন্য ভৌগোলিক সাইট হিসেবে লোনার লেককে চিহ্নিত করেছেন। ডিম্বাকৃতি লেকটির আয়তন প্রায় দেড় কিলোমিটার। সম্প্রতি লেকের জল গোলাপি হয়ে গিয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়দের মধ্যে। পরিবেশবিদ ও গবেষকরা এই পরিস্থিতিতে জানিয়েছেন, জলের লবণের সঙ্গে শেওলার মিশ্রণে এই কাণ্ড ঘটতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here