মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সাফল্যে টিপস
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে স্কুলগুলিতে। জীবনের প্রথম ও দ্বিতীয় পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। এই পরীক্ষা শেষ হলেই প্রায় তিন মাসের মধ্যেই শুরু হয়ে যাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। নজরকাড়া সাফল্যের জন্য বিশেষজ্ঞ শিক্ষকরা যে টিপসগুলি দিয়েছেন তা গুরুত্ব সহকারে মেনে চলার চেষ্টা করুন। (১) প্রতিটি প্রশ্নের উত্তর লেখার আগে তার একটি হেডিং করে নিলে ভালো হয়। এক্ষেত্রে পরীক্ষক তা সহজেই বুঝে নিতে পারবেন। (২) ইতিহাস,বাংলা,ইংরেজি বা রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয়ে পয়েন্ট করে উত্তর লিখলে পরীক্ষকের বুঝতে সুবিধা হবে। গুরুত্বপূর্ণ শব্দ বা লাইনে দাগ দিলে ভালো হয়। (৩)ভূগোল বা বিজ্ঞানের বিষয়গুলিতে ছবি ও লেখা এক পৃষ্ঠার মধ্যে রাখলে পরীক্ষকের বুঝতে সুবিধা হবে। প্রত্যেক পরীক্ষার্থীর উচিত উত্তরপত্র সুন্দর করে সাজানো। (৪)পৃষ্ঠার চারপাশে মার্জিন রাখলে ভালো হয়। বিশেষ করে বড় প্রশ্নের উত্তর দেওয়ার সময় পৃষ্ঠার চারদিকে মার্জিন টেনে নেবেন। (৫)হাতের লেখা যেন সুন্দর হয়। স্পষ্ট ও সুন্দর করে লিখবেন। (৬)পরীক্ষার খাতা অন্যদের ভালো করার চেষ্টা করবেন। মাথায় রাখবেন,যে সব পরীক্ষার্থী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাঁদের পরীক্ষার খাতা আলাদা হয়।

