Home Miscellaneous রথ বানানোর কারিগরদের এবার জেরবার অবস্থা

রথ বানানোর কারিগরদের এবার জেরবার অবস্থা

42
0
rath
rath

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা সুপ্রিম কোর্টের নির্দেশে স্তগিত হয়ে যায়।আবার ইস্কন আগেই বন্ধ করে দিয়েছিল রথযাত্রা।সূত্রের খবর, প্রায় ১৫ লক্ষ ভক্তের সমাগম ঘটে এবং প্রায় ২ লক্ষ মানুষ রথের দড়ি ধরে। করোনা কালে এত বিশাল জমায়েত কাম্য নয়।এখন অনেকেই ভিড় এড়িয়ে যেতে চাইছেন। ফলে রাস্তায় রথের দড়িতে টান দিতে অনেকেই আর তেমন এগিয়ে আসবেন না বলেই মনে হয়।আবার যাঁরা রথের ব্যবসায় যুক্ত ছিলেন তাঁদের অবস্থাও খুব খারাপ। বাজারে রথের চাহিদা একেবারে কমে গিয়েছে।বাজার ঠিকমতো না খোলার জন্য বিক্রিও নেই।মাত্র ১০ শতাংশ অর্ডার পেয়েছেন। রথ বানানোর কারিগরদের এবার জেরবার অবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here