Home Miscellaneous উদ্বেগে থাকা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফল প্রকাশের দাবি

উদ্বেগে থাকা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফল প্রকাশের দাবি

5
0
Madhyamik Student
Madhyamik Student

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মাধ্যমিক পরীক্ষার্থীদের মানসিক চাপ দূর করতে দ্রুত ফল প্রকাশের দাবি। মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যে সম্পূর্ণ একমত হতে পারছেন না শিক্ষামহল। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, মাধ্যমিকের ফল দ্রুত বের করাই বাঞ্ছনীয়। তা শুধু অনলাইনেই করা যেতে পারে। এতে পড়ুয়াদের উপর থেকে মানসিক চাপ প্রায় অনেকটাই কমে যায়। সূত্রের খবর, মার্চ মাসে পরীক্ষা শেষ হওয়ার পর ৩ মাস অতিক্রান্ত। ফলাফল নিয়ে উৎকণ্ঠায় রয়েছে রাজ্যের ১০ লক্ষ পড়ুয়া ও তাদের অভিভাবকরা।

এক্ষেত্রে বলা হয়েছে, সরকারের উচিত, সব দিক বিচার করে পদক্ষেপ নেওয়া। ফল প্রকাশ করা হলে স্কুল খোলার পরই একাদশে ভর্তি নেওয়া যেতে পারে। ভর্তির জন্য যাতে কেউ স্কুলে না আসে, তার জন্য নির্দেশিকা প্রকাশ করতে পারে শিক্ষা দপ্তর। এক্ষেত্রে শিক্ষকদের অভিমত, একজন পড়ুয়া সায়েন্স, আর্টস বা কমার্সের মধ্যে কোনটা বেছে নেবে, তা মাধ্যমিকের পর সিদ্ধান্ত গ্রহণ করে। ফলাফল প্রকাশ না হওয়ায় অনেকেই তা নিয়ে উদ্বেগে। আরও জানানো হয়েছে, অনেক মেধাবী পড়ুয়ারা আগে থেকে স্থির করে রাখে, তাঁরা কী নিয়ে পড়াশুনা করবে। ফল প্রকাশের পূর্বেই একাদশের পড়াশোনা শুরু করে দিয়েছে। আবার কম বা নিম্নমেধার পড়ুয়ারা ফলাফলের জন্য অপেক্ষা করে। নম্বর বুঝে বিষয় নির্বাচনও করে থাকে। এই পরিস্থিতিতে তাদের পক্ষে প্রস্তুতি শুরু করা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here