কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নেপালের উচ্চকক্ষেও পাশ বিতর্কিত মানচিত্র সংক্রান্ত বিল। গ্রাহ্য হয়নি ভারতের আলোচনার প্রস্তাবও। সূত্রের খবর, বিতর্কিত মানচিত্র নিয়ে অনড় নেপাল সরকার এবার দেশের সংসদের উচ্চকক্ষেও পাশ করিয়ে নিয়েছে সংবিধান সংশোধনী বিল। এবার রাষ্ট্রপতির সিলমোহরের অপেক্ষা। উল্লেখ্য, গত ৭২ ঘন্টায় চিনের সঙ্গে ভারতের সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে বলে জানা যায়। নেপালের সঙ্গে এতদিনের মিত্রতায় বড়সড় ফাটল দেখা দিল। সূত্রের আরও খবর, ভারতের ৩টি ভূ-খণ্ডকে মানচিত্রে অন্তর্ভুক্ত করার জন্য নেপালের সংবিধান সংশোধনের প্রয়োজন ছিল। ওই দেশের সংসদে নিম্নকক্ষে সেই সংক্রান্ত বিল পাশ হয়। এরপর কাঠমাণ্ডুকে আলোচনার প্রস্তাব দেয় নয়াদিল্লি। ভারতের এই আহ্বানে কর্ণপাত করেনি কাঠমাণ্ডু।