Jadavpur_UniversityMiscellaneous 

থিসিস জমার মেয়াদ বেড়েছে, উদ্বিগ্ন গবেষকরা স্বস্তিতে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: থিসিস জমার মেয়াদ বাড়ল। দীর্ঘ ছুটি এবং লকডাউনজনিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অনেক গবেষক তাঁদের পিএইচডি থিসিস জমা দিতে পারেননি। যে সময়সীমার মধ্যে গবেষণাপত্র জমা দেওয়ার কথা, সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই সিদ্ধান্তে উদ্বিগ্ন গবেষকরা স্বস্তি পেলেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, যাঁদের থিসিস জমা দেওয়ার সময় শেষ অথবা শেষের মুখে, বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হওয়ার পর থেকে তাঁরা আরও ৬ মাস সময় পাবেন গবেষণাপত্র জমা দেওয়ার জন্য। পাশাপাশি যাঁদের পিএইচডি সাবমিশনের আগে প্রি-সাবমিশন ভাইবা হয়ে গিয়েছে, তাঁদের জন্যও ৯০ দিন বাড়ানো হয়েছে।

Related posts

Leave a Comment