কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রূপান্তরকামীদের জন্য কলকাতার এমআর বাঙুর কোভিড হাসপাতালে বেড চিহ্নিত করা হল। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে গেলে যাতে হয়রানির শিকার না হতে হয়, তাই এই ব্যবস্থা। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছে, প্রবল শ্বাসকষ্টের সমস্যা থাকা রূপান্তরকামী পুরুষ ও মহিলাদের জন্য সিভিয়ার অ্যাকিউড রেসপিরেটরি ইলনেস (সারি) ওয়ার্ডে ৪টি করে বেড বরাদ্দ রাখা হবে। কোনও রূপান্তরকামীর শরীরে করোনা ধরা পড়লে তাঁরা করোনা পুরুষ ও মহিলা ওয়ার্ডে বরাদ্দ ১টি করে বেডে ভর্তি হতে পারবেন। অন্যদিকে রূপান্তরকামীদের সংগঠন এটিএইচবি-র পক্ষ থেকে এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানানো হয়েছে।