Home Miscellaneous বাবাদের মনের অবস্থা নিয়ে চর্চা তেমন একটা নেই

বাবাদের মনের অবস্থা নিয়ে চর্চা তেমন একটা নেই

41
0
fathers-day-img
fathers-day-img

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আজ ফাদার্স ডে। করোনার আবহে পরিবেশটা ভিন্ন। বাবার হাত ধরে স্কুলে ঢোকার ব্যস্ততা নেই। আবার ছুটির দিনে কাঁধে চেপে ঘুরে বেড়ানোর অবস্থাও নেই। বর্তমান পরিস্থিতিতে তা হারিয়ে যাওয়ার পর্যায়ে। কোভিডের কোপে শিশুদের মন ভাল নেই। আর বাবাদের আরও করুণ অবস্থা। বাজেটে টান পড়েছে। উপার্জনও কমেছে। শিশুদের মনের কথা নিয়ে এখন বিশেষজ্ঞমহল যথেষ্ট উদ্বিগ্ন। মায়েদের মন খারাপ নিয়েও চর্চা বিভিন্নমহলে।

কোভিড আবহে বাবাদের ওপর নির্ভরশীল হলেও তাদের মনের অবস্থা নিয়ে চর্চা তেমন একটা নেই। বর্তমান করোনা আবহে সন্তানদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টাও চলছে বাবাদের। পাশাপাশি বেড়ে যাচ্ছে অবসাদ ও উদ্বেগ। অল বেঙ্গল মেনস ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মতামত তুলে ধরা হয়েছে যে, সংসার ভাঙার পর অনেক বাবাই মানসিক অবসাদের শিকার হয়ে পড়েন, শুধুমাত্র সন্তানদের থেকে দূরে সরে যাওয়ার কারণে। এই পরিস্থিতি এখনও বজায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here