Home Miscellaneous পুরীর রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন

পুরীর রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন

8
0
Rath Jatra-1
Rath Jatra-1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে পুরীর জগন্নাথদেবের রথযাত্রা বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। এরপর তা পুনর্বিবেচনার দাবি জানিয়ে আবেদন করা হয়েছে সুপ্রিমকোর্টে। সূত্রের খবর, সুপ্রিমকোর্টে ৩টি রিভিউ পিটিশন জমা পড়েছে– একটি দইতাপতিদের সংগঠন দইতাপতি নিয়জের নামে, সরোজকুমার সাহুর নামে একটি ও অন্যটি আলতাফ হোসেনের নামে। জানা গিয়েছে, সামাজিক দূরত্ব, স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে ভক্ত শূন্য অবস্থায় রথযাত্রা উৎসব পালনের অনুমতি দেওয়ার জন্য আবেদনকারীরা দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন। এক্ষেত্রে বলা হয়েছে, শুধু মন্দিরের সেবাইতরাই এই রথযাত্রায় অংশ নেবেন। টিভির পর্দায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে ভক্তরা তা প্রত্যক্ষ করবেন। আবার পুরী মহাপীঠের শঙ্করাচার্য জগৎগুরু স্বামী নিশ্চলানন্দ সরস্বতীও এই ঐতিহ্যশালী রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিমকোর্ট ও সরকারের কাছে অনুরোধ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here