কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভূ-গর্ভস্থ পাইপ বসানোর দেড় সপ্তাহে রাস্তা ঠিক করার নির্দেশ। সূত্রের খবর, শহরের রাস্তার অবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমও অসন্তোষ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুর প্রশাসকমণ্ডলীর সদস্যকে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছিলেন। এমনকী পুরকর্তারা নাজেহাল দক্ষিণ শহরতলিতে কেইআইআইপি-র কাজ এবং তার জন্য রাস্তার বেহাল অব্স্থা নিয়ে। এই বিষয় নিয়ে স্পষ্ট ভাষায় ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবার কেইআইআইপি কোনও ওয়ার্ডের যতটা রাস্তা খুঁড়ে নিকাশি বা জলের পাইপ বসাবে, তার এক-দেড় সপ্তাহের মধ্যে সেই রাস্তা মেরামত করে দিতে হবে। সেই কাজ শেষ হলে তবেই বাকি অংশের কাজে হাত দেওয়া যাবে। ধাপে-ধাপে রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজ করতে হবে। পাশাপাশি তিনি বরো কো-অর্ডিনেটর ও কেইআইআইপি কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকেও বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। উল্লেখ্য, শহরের বিভিন্ন অংশ থেকে রাস্তার বেহাল অবস্থা নিয়ে অভিযোগ রয়েছে বিভিন্নমহলে। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।