কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নদীর পাড়ে ইটভাটা। দুর্বল হয়ে পড়ছে পাড়। তাই বছর বছর ভাসছে গ্রাম। উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থেকে ন্যাজার্ট পর্যন্ত নদী লাগোয়া আম্ফান তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে। আবার নদীবাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে বহু জায়গায়। আম্ফান তাণ্ডবে ভিটেহারা মানুষের আস্তানা স্কুল, কলেজ ও ত্রাণশিবিরে। এই দুর্দশার নেপথ্যে শুধু প্রকৃতি নয়, অভিযোগের আঙুল ইটভাটার দিকেও।
বিপদ নিয়ে বসবাস করা স্থানীয় মানুষদের বক্তব্য, নদীর পাড় ধরে গজিয়ে উঠেছে বহু ইটভাটা। সরকারি নিয়মকে তোয়াক্কা না করে নদীর মাটি তোলা, আবার নদী থেকে ড্রেন কেটে পলিমাটি জমানো প্রভৃতি নদীর পাড় হয়েছে দুর্বল। এর জেরেই গ্রামগুলি জলে ডুবে গিয়েছে। নদীর পাড়ে প্রচুর ইটভাটা মাথা তোলাতে নদীবাঁধ দুর্বল হয়ে পড়ছে বলে স্থানীয়ভাবে অভিযোগ মানুষের মুখে মুখে।