কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রকৃতির রোষানলে সুন্দরবনের কয়েক হাজার মানুষ। আম্ফান ঘূর্ণিঝড়ের ধাক্কায় গোমর নদীর জল অশান্ত হয়ে ওঠে। নদীবাঁধ ভেঙে প্লাবিত করেছিল গোসাবার রাঙাবেলিয়াকে। বাঁধ ভেঙে নোনা জল গ্রামে ঢুকে পড়ায় প্রাণ বাঁচাতে সেখানকার মানুষ আশ্রয় নিয়েছিলেন রাঙাবেলিয়া প্রাইমারি স্কুল ও পুরোনো হাইস্কুলে। গোসাবার উত্তর রাঙাবেলিয়া গ্রামের বহু পরিবার ভিটে-মাটি হারিয়েছেন। নদীবাঁধ ভেঙে প্লাবিত বহু গ্রাম। আয়লা, বুলবুলের সময় ক্ষতি হয়েছিল। এবারের ক্ষতি যেন আরও অনেক বেশি। গ্রাম জুড়েই নদীর মতো অবস্থা, যেন জোয়ার-ভাঁটা খেলছে।