Home Miscellaneous দেশের পরিবহণ ক্ষেত্র ব্যাপক ক্ষতির মুখে

দেশের পরিবহণ ক্ষেত্র ব্যাপক ক্ষতির মুখে

34
0
truck
truck

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রতিদিন ৩,২০০ কোটি টাকা পরিহবণ ক্ষেত্রে ক্ষতি হচ্ছে দেশের। করোনা সংক্রমণ ও লকডাউনজনিত কারণে ১ মাসের বেশি সময় ধরে এই বিপুল ক্ষতির মুখ দেখছে দেশের পরিবহণ শিল্প। সূত্রের খবর, দেশে মোট ১.২৫ কোটি হালকা ও ভারি বাণিজ্যিক গাড়ি রয়েছে।

যারমধ্যে প্রায় ১২.৫ লক্ষের ওপর গাড়ির ভারতের যে কোনও প্রান্তে পণ্য নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। ন্যাশনাল পারমিট রয়েছে এইসব গাড়িগুলিরই। যারমধ্যে ৮৫ শতাংশের বেশি বা ১০ লক্ষ বাণিজ্যিক গাড়ি ছোট ব্যবসায়ী বা যাঁদের ১-৫টি ট্রাক রয়েছে। এক্ষেত্রে আবার ২০ শতাংশের মালিকই ড্রাইভার।

করোনা পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণে কেবলমাত্র ছাড় দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। থমকে পড়ে থাকা ট্রাকের সংখ্যা ৯০ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আবার ন্যাশনাল পারমিট পাওয়া ট্রাকের মাত্র ২ লক্ষ রাস্তায়। করোনা আতঙ্কের জেরে ড্রাইভারদের একটা অংশ বাইরে বেরোতে চাইছেন না। যাঁরা নিজেরাই নিজেদের ট্রাক চালান, তাঁরাই কেবলমাত্র গাড়ি বের করছেন।

এমতপরিস্থিতিতে সঙ্কটে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত প্রায় ২০ কোটি মানুষ। সবমিলিয়ে পরিবহণ ক্ষেত্রে ব্যাপক ক্ষতির বহর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here