কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আবার আড়াই হাজার বন্দির মুক্তির সুপারিশ। সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের নির্দেশের পর হাই পাওয়ার কমিটির সুপারিশে করোনাজনিত পরিস্থিতিতে আপৎকালীন ভিত্তিতে প্রায় ৩ হাজার বন্দিকে এখনও পর্যন্ত মুক্তি দেওয়া হলেও রাজ্যের সংশোধনাগারগুলিতে ভিড় রয়েছে যথেষ্টই। এরপর হাই পাওয়ার কমিটি আরও প্রায় আড়াই হাজার বন্দিকে মুক্তির সুপারিশ করল।
সূত্রের খবর, বিচাপতি দীপঙ্কর দত্ত বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে কলকাতা থেকে বদলির পর রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান হলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এখন তিনিই ওই কমিটির নেতৃত্বে। তাঁর নেতৃত্বেই কমিটির বৈঠকে নতুন করে আবারও বন্দিমুক্তির সুপারিশ করল। সূত্রের আরও খবর, জেলাগুলির প্রকৃত অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতার দুটি সংশোধনাগারেও যেতে পারেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
লিগ্যাল সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যানের নেতৃত্বে কারাদপ্তরের সচিব নিলাম মিনা ও এডিজি কারা পীযূষ পান্ডে বৈঠকে নতুন করে ২,৪০৬ জন বিচারাধীন বন্দিকে অন্তর্বর্তী জামিন ও ৪৮ জন সাজাপ্রাপ্তকে প্যারোল ছাড়ার সুপারিশ করলেন। উল্লেখ্য, দু’দফায় ওই কমিটি প্রায় ৪ হাজার বন্দিকে ছাড়ার সুপারিশ করেছিল। তবে সংশোধনাগারগুলিতে চাপ অবশ্য কমেনি।
উল্লেখ করা যায়, কারাদপ্তরের হিসেবে অনুযায়ী রাজ্যের জেলাগুলিতে মার্চের প্রথম সপ্তাহে ২৫,১০০ জন বন্দি ছিলেন। সোমবার সেখানে বন্দি ছিলেন ২৩,৫০০ জন। আবার এইসময়ের মধ্যে নতুন বন্দিও বেড়েছে।