কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১১ জুন খুলবে তিরুপতি মন্দির। করোনার আবহে এতদিন তিরুপতি মন্দির বন্ধই ছিল। মন্দির কর্তৃপক্ষ মন্দির খোলার ব্যাপারে জানিয়েছে। করোনাজনিত পরিস্থিতিতে সংক্রমণের বিষয়টি মাথায় রেখে প্রতিদিন ৬ হাজার পুণ্যার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে ভক্তদের। পাশাপাশি মেনে চলতে হবে সামাজিক দূরত্ববিধিও।