sundarbon village 2Miscellaneous 

ঝড় আতঙ্ক গ্রাস করে রেখেছে সুন্দরবনবাসীদের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বুলবুল ঝড়ে বাড়ির ছাউনি উড়ে গিয়েছিল। আম্ফান দাপটে অর্ধেক বাড়ি তলিয়ে গেল নদীর জলে। এমনি করেই মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বারেবারেই অসহায় হয়ে পড়েন সুন্দরবনের বহু মানুষ। আম্ফান তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার পর আবারও ঝড়ের আতঙ্ক ঘিরে রেখেছে সুন্দরবনবাসীদের। অনেকে আবার সাইক্লোন সেন্টার থেকে ভিটে-মাটিতে ফিরে আসতে চাইছেন না। স্থানীয় সূত্রে খবর, কয়েক হাজার মানুষের মুখে মুখে সুন্দরবনে আবারও ঘূর্ণিঝড় ধেয়ে আসার গুজব ভাসছে।

দুর্যোগ কাটার পর যাঁরা ফিরে এসেছিলেন, তাঁরা আতঙ্কে সন্ধ্যা নামতেই ফিরে যাচ্ছেন এলাকার সাইক্লোন সেন্টার ও স্কুলগুলিতে। প্রশাসনিকভাবে ঝড় সম্পর্কিত কোনও গুজব বা রটনা না ছড়ানোর আবেদন জানানো হয়েছে। গুজবে কান না দেওয়ার আর্জিও জানানো হয় এলাকার বাসিন্দাদের। অন্যদিকে, আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনও আশঙ্কা নেই আপাতত। এখনও ভয়, আশঙ্কা ও উদ্বেগ আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে সুন্দরবনবাসীদের।

Related posts

Leave a Comment