কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের জেরে গত ২ মাস প্লাস্টিকের হাতপাখা শিল্প বন্ধ হয়ে গিয়েছিল। কারখানায় উৎপাদন হয়নি। কারিগররা সংসার চালাতেই হিমশিম খেয়েছেন। স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা বাজার সংলগ্ন অঞ্চলে কয়েকটি প্লাস্টিকের হাতপাখা কারখানা রয়েছে। স্থানীয় অনেক শ্রমিকই সেখানে কাজ করেন। লকডাউনে কাজ বন্ধ থাকার পর সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে দিয়েছে আম্ফানের তাণ্ডবে বিদ্যুৎ বিপর্যয়। গরমের জেরে চাহিদা বেড়ে গিয়েছে হাতপাখার। কারখানাগুলিতে বেড়ে গিয়েছে ব্যস্ততাও। জোগান কম হওয়ায় হাতপাখার দামও বেড়েছে। এখন ৬ থেকে ১০ টাকায় মধ্যে দাম থাকা পাখার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৫ থেকে ২০ টাকা।