Home Miscellaneous সীমান্তে পণ্য-লরি চলাচলে আপাতত সম্মতি নেই রাজ্যের

সীমান্তে পণ্য-লরি চলাচলে আপাতত সম্মতি নেই রাজ্যের

4
0
PETRAPOLE-BORDER-02
PETRAPOLE-BORDER-02

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাংলাদেশ, নেপাল ও ভুটান সীমান্ত দিয়ে পণ্য চলাচলে আপত্তি বহাল রাখছে পশ্চিমবঙ্গ সরকার। গতকাল এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে হওয়া সিদ্ধান্তের কথা কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট জানিয়েও দিয়েছে নবান্ন। স্থানীয় সূত্রের খবর, পেট্রাপোল সীমান্ত দিয়ে ৭২ জন বাংলাদেশীকে ওপারে যাওয়ার ছাড় দেওয়া হলেও কোনও লরি পারাপার করতে দেওয়া হয়নি।

সরকারিভাবে এবিষয়ে জানা গিয়েছে, দর্শনা সীমান্ত দিয়ে ট্রেন চলবে। তবে বাংলাদেশী ট্রেনের চালককে এপারে আসতে দেওয়া হবে না। সূত্রের আরও খবর, ভারতের ইঞ্জিন দিয়ে বাংলাদেশের ট্রেন এপারে আনা হবে। আবার ভারতের ট্রেন বাংলাদেশে গেলে ওপারের ইঞ্জিন তা টেনে নিয়ে যাবে। সীমান্তে লরি চলাচল আপাতত চালাতে উদ্যোগী নয় নবান্ন। এবিষয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাংলাদেশ সীমান্ত খুলে দিলে উত্তর ২৪ পরগনা সহ সীমান্ত জেলাগুলিতে করোনা সংক্রমণ ঠেকানো যাবে না। কেন্দ্রকে সেটা বুঝতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here