কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিবিএসই স্কুলের বোর্ড পরীক্ষা নিয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। কেন্দ্রীয় ওই মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা কবে নেওয়া যায় তা নিয়ে কথাবার্তা চলেছে।
দেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে জানা যায়। এবিষয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, সিবিএসই পরীক্ষার ব্যাপারে আমরা আলোচনা চালাচ্ছি। একটি সমাধানে আসার চেষ্টাও করছি। বিভিন্ন দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও সেখানকার শিক্ষামন্ত্রীদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা হচ্ছে।
অন্যদিকে, বেসরকারি বিজনেস স্কুল ও ম্যানেজমেন্ট কলেজগুলিতে আগামী জুলাই থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সের সেশন শুরু হবে। এক নির্দেশিকায় অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এনআইসিটিই) জানিয়েছে, কোনওভাবেই কোর্স ফি বাড়ানো যাবে না। নতুন ছাত্র-ছাত্রীদের জন্য আগামী ১ আগস্ট থেকে শিক্ষাবর্ষ শুরু হবে বলে জানা যায়।