Home Miscellaneous নয়া বোর্ডকে এক মাস কাজ চালানোর অনুমতি হাইকোর্টের

নয়া বোর্ডকে এক মাস কাজ চালানোর অনুমতি হাইকোর্টের

2
0
kolkata corporation
kolkata corporation

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা পুরসভায় একমাসের ‘কেয়ারটেকার বোর্ড’। বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে চেয়ারপার্সন করে কলকাতা পুরসভার কাজের তদারকির জন্য গড়া প্রশাসকমন্ডলীকে ‘কেয়ারটেকার বোর্ড’ হিসেবে চিহ্নিত করে আপাতত ১ মাসের জন্য কাজের সুযোগ দিয়েছে হাইকোর্ট।

আদালত সূত্রের খবর, কলকাতা পুরসভার জন্য জারি করা নির্দেশিকার বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সরকারি পদক্ষেপকে অসাংবিধানিক বলে মামলায় দাবি করা হয়। বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে গতকাল সন্ধ্যায় শুনানিতে সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না। এবিষয়ে আরও জানা গিয়েছে, করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে বিপর্যয়ের কারণে লকডাউন পরিস্থিতিতে পুরসভাকে জরুরি কাজ চালিয়ে যেতে পারে তারজন্য একমাস কাজ চালানোর অন্তর্বর্তী নির্দেশ বলে জানিয়েছে হাইকোর্ট।

জানা যায়, ১ মাস পরে করোনা বিপর্যয় কমলে আদালত ফের মামলাটি শুনবে। নির্দেশিকা অনুযায়ী, মেয়র ফিরহাদ হাকিম ও অন্যান্য পদাধিকারীরা কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পরও প্রশাসক হিসেবে কাজ চালিয়ে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here